ওমানের তেল ও গ্যাস অঞ্চল থেকে তেল চুরির অভিযোগে তিনজন এশিয়ান প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়েল ওমান পুলিশ (আরওপি)। রবিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। আটককৃতরা ওমানের পেট্রলিয়াম অঞ্চল থেকে তেল চুরি করতো বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে অপর এক ঘটনায় ওমান সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনের অপরাধে ওমানের মুসান্দাম অঞ্চল থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুসান্দাম স্পেশাল ইউনিট। তবে গ্রেফতারকৃতরা কোন দেশের নাগরিক, তা এখনো জানা যায়নি।
আরো পড়ুনঃ প্রাকৃতিক সুন্দরের অপরূপ লীলাভূমি ওমান
ওমানে অপর এক মামলায় ৮ জন প্রবাসীর বিরুদ্ধে রায় প্রদান করেছেন দেশটির সুরের একটি আদালত। আসামীরা সুপ্রিম কমিটির আইন লঙ্ঘন করে হাঁটাচলা করেছিলো বলে জানিয়েছে পাবলিক প্রসিকিউশন। এদের প্রত্যেককে ১ হাজার রিয়াল করে জরিমানা দিতে হবে এবং ২ জনের ওমানের ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ওমানের সরকারী প্রসিকিউশন।
আরো দেখুনঃ রহস্যময় ওমানের সুলতান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post