মানুষ সুস্থতার সাথে জীবন ধারণের জন্য ডাক্তারের কাছে যায়। ডাক্তাররা বিভিন্ন রোগের শারীরিক ও মানসিক কারণ নির্ণয় করে রোগীদের চিকিৎসা প্রদান করে থাকেন। কিন্তু এই সুস্থতার জন্য গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক নারী। হৃদয়বিদারক ঘটানাটি ঘটেছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে তাও এবার নার্সিং সহকারী দ্বারা।
ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ধর্ষণ হয়েছে এক রোগী। নার্সিং সহকারী দ্বারা ধর্ষণের শিকার রোগীটি ২৪ বছরের তরুণী।
স্থানীয় পুলিশ জানায়, ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন ভুক্তভোগী তরুণী। অভিযুক্ত চিরাগ যাদব মঙ্গলবার ভোর রাত চারটার দিকে ওই তরুণীকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী তরুণী জানান, চেতনানাশক ইনজেকশন দিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে। স্বামীর ফোন পেয়ে তাঁর জ্ঞান ফিরলে তিনি ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযুক্তকে আটক করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করেছি।’ ধর্ষণের ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পাশপাশি তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post