ভিন্ন নাম, ঠিকানা ও পেশা ব্যবহার করে ১৪৩ রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট তুলে দিয়েছে একটি চক্র। চক্রটি দাগী অপরাধী ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বানিয়ে দেওয়ার কাজ করতো বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই চক্রের ২৩ সদস্যকে গ্রেফতারও করেছে ডিবি।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের এসব তথ্য জানান। ময়মনসিংহের সাদিয়া সুলতানা সাথী বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে গেলে প্রতারক চক্রের সন্ধান আসে।
সাদিয়া পাসপোর্ট করতে গেলে তাকে টার্গেট করে তার এনআইডি কার্ড সংগ্রহ করে দালাল চক্রের সদস্যরা। তার ছবি, ঠিকানা ও এনআইডি কার্ড ব্যবহার করে উম্মে ছলিমার নামে রোহিঙ্গা নারীর পাসপোর্ট তৈরি করা হয়।
ডিবি পুলিশ বলছে, শুধু সাদিয়া সুলতানার মতো সাধারণ নারী পুরুষদের এনআইডি কার্ড সংগ্রহে সক্রিয় রয়েছে দালাল চক্রের একটি গ্রুপ। সংগ্রহের পর অন্যজনের নামে অবৈধভাবে তৈরি করা হয় এনআইডি কার্ড। সম্প্রতি বিপুল ডকুমেন্টস ও ডিভাইসসহ যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে রোহিঙ্গা নারী-পুরুষ, দালাল ও দুই আনসার সদস্য রয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post