সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা গেছে, মেট্রো লাইনে ট্রাক চলছে! অবাক হওয়ার কিছু নেই, প্রতি শুক্রবারই এই ‘ট্রাক’ মেট্রো লাইনের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত থাকে।
ফেসবুকে কেউ কেউ ছবিগুলো শেয়ার করে বলছেন: ‘প্রথম দেখে থাকলে এটি শেয়ার করুন।’ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, ‘ওই ট্রাক ওইখানে উঠল কেমনে?’ আবার কেউ কেউ দিয়েছেন বিভিন্ন পরামর্শ।
ফেসবুকে মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে দুটি ছবি শেয়ার করে লেখা হয়েছে: ‘প্রতি শুক্রবার এভাবেই মেট্রোট্রাকে করে মেট্রোরেলের পুরো লাইন রক্ষণাবেক্ষণের কাজ করা হয়।’
সেখানে মোহাম্মদ সুজন কমেন্ট করেছেন: ‘চিন্তার বিষয় ট্রাকটা ওইখানে উঠলো কীভাবে?’
প্রত্যুত্তরে মো. সবুজ ভূঁইয়া মন্তব্য করেছেন: ‘দিয়া বাড়ি ডিপো থেকে ওঠে।’
আবির হোসেন প্রশ্ন রেখেছেন: ‘এটা কি বিদ্যুৎবাহী নাকি তৈলবাহী?’
প্রত্যুত্তরে শহীদুল ইসলাম মন্তব্য করেছেন: তেলবাহী।
রিফাত আহমেদ মন্তব্য করেছেন, ‘আমার কাছে খুব অবাক লাগল, আমার জানালা থেকে সব দেখি আর কোনো দিন এটা নজরেই পড়ল না। রাত-দিন সাউন্ড আর সাউন্ড আর আমিও এটা মিস করলাম!’
মো. হারান প্রশ্ন রেখেছেন: ‘দিনের বেলা কেন পর্যবেক্ষণ করতে হবে, রাতের বেলা অসুবিধা কী?’
প্রত্যুত্তরে রফিক রিফাট মন্তব্য করেছেন: ‘আমাদের ধৈর্যের অনেক ঘাটতি আছে। ধৈর্য ধরা দরকার।’
সংশ্লিষ্টরা বলছেন, এটি আরআরভি। রুলার কাম রেল ভেহিকল। ওসিএস অর্থাৎ ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ডিপার্টমেন্টের কাজে ব্যবহার করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post