অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভারতের পাঞ্জাব প্রদেশের সাধারণ মানুষ। রোববার (২৫ ফেব্রুয়ারি) প্রদেশটিতে চালক ছাড়া ৭০ কিলোমিটার পর্যন্ত চলেছে একটি মালবাহী ট্রেন। ওই সময় ট্রেনটি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলছিল। এতে জনমনে তীব্র আতঙ্ক দেখা দেয়। ট্রেনটি ছুটে আসার খবরে রেললাইন ও স্টেশনে থাকা মানুষ ছোটাছুটি করেন।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন থেকে নামার আগে চালক হ্যান্ড ব্রেক টানতে ভুলে যান। ওই সময় ট্রেনটি পাঠানকোট স্টেশনে দাঁড়িয়েছিল। ব্রেক না টানায় ট্রেনটি আপনা আপনি চলা শুরু করে।
মালবাহী ওই ট্রেনটিতে পাথর ছিল। চালক ছাড়াই ট্রেনটি পাঁচটি স্টেশন অতিক্রম করে যায়। এরপর এটি উতি বাস্সিতে থামানো হয়।,এক কর্মকর্তা বলেছেন, “রেলের কর্মচারীরা লাইনের ওপর কাঠ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এরপর ট্রেনটি থামে। এতে কেউ হতাহত হননি।”
Goods Train Runs 70 Km Without Driver In Punjab, Causes Scare https://t.co/OLkLhOihhl @ghazalimohammad reports pic.twitter.com/abOnr3Avwy
— NDTV (@ndtv) February 25, 2024
৫৩টি বগি নিয়ে ওই ট্রেনটি পাঞ্জাব থেকে জম্মুতে যাচ্ছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ট্রেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, প্রচণ্ড গতি নিয়ে ট্রেনটি স্টেশন অতিক্রম করে যাচ্ছে।
ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেটি নিশ্চিতে এখন ত্রুটি শনাক্তের চেষ্টা চালাচ্ছেন ভারতীয় রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে এ ঘটনা ঠিক কি কারণে ঘটল সেটি এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন তারা।
গত বছরের জুনে ভারতের ওড়িশায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কয়েকশ মানুষ নিহত হন। ওই দুর্ঘটনার পর রেলের নিরাপত্তা বৃদ্ধির কথা বলা হয়েছিল। বিশ্বের সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে। প্রতিদিন ট্রেনে করে লাখ লাখ মানুষ বিভিন্ন গন্তব্যে যান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post