অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
ইউএনআইএস’র পরিচালক মার্টিন নেসিরকির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আসাদ আলম সিয়াম।
দিবসটি উপলক্ষে স্থানীয় সময় বুধবার (২১ ফেব্রুয়ারি) ভিয়েনায় অবস্থিত প্রায় ৩২টি দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এবং ইউএনআইডিও, আইএইএ, সিটিবিটিও, ইউএনওভি, ইউএনওডিসি, ইউনেস্কোর অস্ট্রিয়ান কমিশনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গসহ ৩০০ জনেরও বেশি প্রতিনিধিত্বশীল কর্মকর্তা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা ভাষাগত বৈচিত্র্য এবং বহুভাষিকতা উদ্যাপনের জন্য অনুষ্ঠানটি আয়োজনের জন্য ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের প্রতি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আরও শান্তিপূর্ণ, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ভাষা ও সংস্কৃতির ভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানটি ‘রোটুন্ডা’ নামে পরিচিত ভিআইসির উন্মুক্ত অলিন্দে অনুষ্ঠিত হয়েছিল এবং এটি সবার জন্য উন্মুক্ত ছিল। জাতিসংঘের কর্মকর্তা ও কর্মচারী, পরিদর্শনকারী প্রতিনিধি এবং বাংলাদেশি প্রবাসী সদস্যদের নিয়ে গঠিত বিশাল জনসমাগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দূতাবাস ও স্থায়ী মিশন কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ, ভারত, পেরু, বুরকিনা ফাসো এবং শ্রীলঙ্কার সাংস্কৃতিক দলগুলো সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
এসময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ সভাপতি রুহি দাস ঠাকুর সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post