ওমানের লকডাউন চলায় দেশটির অর্থনীতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরেও সকল ত্যাগস্বীকার করে সাধারণ জনগণের জীবন রক্ষা করতে হবে এমন নির্দেশ দিয়েছেন দেশটির সুলতান হাইতাম বিন তারেক। বৃহস্পতিবার (১৫-অক্টোবর) ওমান সুপ্রিম কমিটির সপ্তাহের শেষ বৈঠকে গণমাধ্যমের উদ্দেশ্যে এই কথা বলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. আহমেদ আল সাইদী।
দেশটিতে করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ার কারণে পুনরায় গোটা দেশে সন্ধ্যাকালীন লকডাউন ঘোষণা করা হয়। সংক্রমণের হার কমানোর জন্য গত ১১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত রাত ৮ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারী করে সুপ্রিম কমিটি। দ্বিতীয় দফায় লকডাউন শুরুর প থেকেই কমছে করোনায় আক্রান্তের সংখ্যা। যে কারণে ওমানের অনেকেই ধারণা করছেন রাত্রিকালীন এই লকডাউনের সময়সীমা হয়তো আরো বাড়তে পারে।
আরো পড়ুনঃ করোনা পরীক্ষা ছাড়াই ওমান যাচ্ছে প্রবাসীরা
লকডাউন চলাকালীন সময়ে বাড়ির বাহিরে বের হওয়া, বাড়ির ছাদে জামাতে নামাজ আদায় করা এবং একাধিক ব্যক্তি একসাথে আড্ডা দেওয়া মারাত্মক অন্যায় হিসেবে ঘোষণা করা হয়েছে। দিনের বেলায় ও জন সমাগমে নিষেধাজ্ঞা আরোপ করেছে সুপ্রিম কমিটি। সেইসাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৫০০ থেকে ১০০ হাজার রিয়াল জরিমানা এবং দীর্ঘ মেয়াদী জেল রয়েছে। এ ছাড়াও প্রবাসীদের ক্ষেত্রে জেল জরিমানা সহ ওমান থেকে আজীবনের জন্য ভিসা বাতিল করে দেশে পাঠানোর মতো কঠোর আইন রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post