করোনা মহামারীর পূর্বে ছুটিতে দেশে এসে আটকেপড়া প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, এমন প্রবাসীরা পুনরায় ওমান প্রবেশ করতে না পারলেও নতুন ভিসার লোক ওমানে যেতে পারবেন। গত বৃহস্পতিবার (১৫-অক্টোবর) ওমান সুপ্রিম কমিটির সপ্তাহের শেষ বৈঠকে রয়্যাল ওমান পুলিশের অপারেশন ডিজি ব্রিগেডিয়ার আল আজমি বলেন, “ওমানের প্রবাসী কর্মী যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আর ওমানে ফিরে আসার অনুমতি পাবেন না।” তিনি আরো বলেন, “বর্তমানে পরিবারের জন্য ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। এখন কেবল বৈধ রেসিডেন্স কার্ডধারীদের জন্য ওমান প্রবেশের বৈধতা রয়েছে।”
আরো পড়ুনঃ করোনা পরীক্ষা ছাড়াই ওমান যাচ্ছে প্রবাসীরা
তবে করোনার পূর্বে যেসব অভিবাসী প্রত্যাশীর ওমান যাওয়ার ভিসা হয়েছিলো, তারা এখন ওমানে যেতে পারছেন বলে জানাগেছে বিশ্বস্ত সূত্রে। এ ব্যাপারে ওমান সরকার থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে দেশ থেকে অনেক নতুন লোক ওমানে গেছেন এমন তথ্য পাওয়া গেছে। সম্প্রতি প্রবাস টাইমের লাইভে এসে এ বিষয়টি নিশ্চিত করেন ওমানের ঢাকা ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক শাহিন আলম।
বিস্তারিত দেখুন নিচের ভিডিওতেঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post