এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। শিখ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী। এরপর তিনি আলি আরসালান নামের এক পাকিস্তানি যুবকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই তরুণীর নাম জসপ্রীত কৌর। তবে ইসলামে প্রবেশের পর এই নাম বদলে নিজের নতুন নাম রেখেছেন জায়নাব।
জায়নাব পাকিস্তানের শিয়ালকোটে অবস্থিত জামিয়া হানাফিয়ায় সিনিয়র সংসদ সদস্য হাফিজ সাহেবজাহ হামিদ রেজার হাতে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ভারতের লুধিয়ানায় জন্মগ্রহণকারী জায়নাবের সাথে বিদেশের মাটিতে আলি আরসালানের সাক্ষাৎ হয়। এরপর দুজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্বের সম্পর্ক। এর একপর্যায়ে জায়নাবকে পাকিস্তানে আমন্ত্রণ জানান আলি।
এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ জানুয়ারি পাকিস্তানে আসেন জায়নাব। অতঃপর বৃহস্পতিবার তাদের বিয়ের খবর সামনে এলো। জায়নাবের কাছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানে অবস্থানের সিঙ্গেল ভিসা রয়েছে।
জায়নাবের কাছে একটি ভারতীয় পাসপোর্ট রয়েছে। তিনি তার ভারতীয় মা-বাবার সাথে জার্মানিতে বসবাস করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post