বৃহস্পতিবার (১৫-অক্টোবর) ওমান স্থানীয় সময় সন্ধ্যা ৬-৩০ এর দিকে ওমানের বারকা বিল্লা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনা ঘটে।
মর্মান্তিক এই দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম সন্দীপ এর আব্দুর রহিম নামে এক প্রবাসীর খোজ পাওয়া যাচ্ছেনা। ওমানে বসবাসরত তার নিকটতম লোকজনের ধারণা তিনি দুর্ঘটনায় মারা গেছেন!
কিন্তু তার মরদেহ কোথায় আছে, এ ব্যাপারেও কোনো তথ্য পাচ্ছেন না। প্রবাসী আব্দুর রহিমের বাবার নাম মোহাম্মাদ সুফিয়ান এবং মায়ের নাম নুরবানু।
এমতাবস্থায় যদি কেউ তার সঠিক তথ্য পেয়ে থাকেন, তাহলে এই নাম্বারে ৯৭০০৩৭৩৩ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন আব্দুর রহমান চৌধুরী নামে তার এক প্রতিবেশী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post