ওমানের প্রবাসী কর্মী যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আর কখনো ওমানে ফিরে আসার অনুমতি পাবেন না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কমিটির সদস্য ব্রিগেডিয়ার সাইদ আল আজমি। আজ সুপ্রিম কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ব্রিগেডিয়ার আল আজমি বলেন, বর্তমানে পরিবারের জন্য ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। যদিও পরিবারের জন্য প্রবেশযোগ্যটা কেবল বৈধ রেসিডেন্স কার্ডধারীদের জন্য প্রযোজ্য রয়েছে।
আরো পড়ুনঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার ওমান
তিনি সুপ্রিম কমিটির নির্দেশনা মেনে চলার কারণে নাগরিক এবং প্রবাসীদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, দেশটিতে সুপ্রিম কমিটির নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জমায়েত করায় ও মাস্ক না পরায় বেশকিছু ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। আমরা আইন লঙ্ঘনকারীদের পাবলিক প্রসিকিউশনে স্থানান্তরিত করেছি এবং জরিমানা দ্রুত পরিশোধ করার জন্য অনুরোধ করছি। তিনি বলেন, এখন থেকে আইন লঙ্ঘনকারীদের লজ্জা দিতে আইনি প্রক্রিয়া শেষে লঙ্ঘনকারীদের নাম ও ছবি মিডিয়াতে প্রকাশ করা হবে।
ওমানের সব সংবাদ দেখুন বুলেটিনেঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post