হোয়াটসঅ্যাপ কেবল একটি মেসেজিং অ্যাপ নয়, এটি বিশ্বব্যাপী যোগাযোগের একটি দরজা। বিনামূল্যে, সকল প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য এবং কেন্দ্রীভূত এই অ্যাপটির মাধ্যমে আপনি তাত্ক্ষণিক বার্তা, ভয়েস কল এবং ভিডিও কল করতে পারবেন।
এটি ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য সামগ্রী ভাগ করতে দেয়। হোয়াটসঅ্যাপের ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন মোবাইল ডিভাইসে চলে এবং কম্পিউটার থেকে অ্যাক্সেস করা যায়। পরিষেবাটিতে সাইন আপ করার জন্য একটি মোবাইল ফোন নম্বর প্রয়োজন।
হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ফিচার নিয়ে হাজির হয়েছে। এবার ব্যবহারকারীদের নিরাপত্তার কথা চিন্তা করে আরেকটি সুবিধা আনতে যাচ্ছে এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
স্মার্টফোনে থাকা ফোন নম্বর কাজে লাগিয়ে সহজেই একে অপরকে বার্তা, ছবি বা ভিডিও পাঠানো যায় হোয়াটসঅ্যাপে। ফলে ফোনে যে নামে নম্বরটি সংরক্ষণ করা থাকে, সে নামেই অন্যদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেখা যায়। তাই নিজেদের পরিচিতি ভালোভাবে প্রকাশ করতে প্রোফাইল ছবি ব্যবহার করেন অনেকেই। তবে এই প্রোফাইল ছবির অপব্যবহারের সুযোগ নিয়ে থাকে অনেকেই। তাই তো প্রোফাইল ছবির নিরাপত্তা নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।
বর্তমানে হোয়াটসঅ্যাপে অপরিচিত ব্যক্তিদের কাছে প্রোফাইল ছবি লুকিয়ে রাখা গেলেও ছবির স্ক্রিনশট নেয়া বন্ধ করা যায় না। আর তাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইল ছবির স্ক্রিনশট নেন অনেকেই। এ সমস্যার সমাধান করতেই প্রোফাইল ছবির স্ক্রিনশট নেয়া বন্ধে নতুন টুল চালু করছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর টুলটির কার্যকারিতা পরখ করছে মেটার মালিকানাধীন অ্যাপটি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে প্রোফাইলের ছবির স্ক্রিনশট নিতে গেলেই একটি বার্তা দেখা যাচ্ছে। বার্তায় লেখা রয়েছে, অ্যাপের সীমাবদ্ধতার কারণে স্ক্রিনশট নেয়া যাচ্ছে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post