সিটিজেন চার্টার অনুযায়ী প্রবাসী কর্মীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ মিলনায়তনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম সম্পর্কে এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রী বলেন, জাতির পিতার মানব সেবার আদর্শ নিজেদের মধ্যে ধারণ করতে হবে।
আরো পড়ুনঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার ওমান
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এ সময় সচিব বলেন, ‘বর্তমানে আমরা একটি মহামারীকাল অতিক্রম করছি। বর্তমান সরকারের দক্ষ নেতৃত্বের কারণে মহামারীকালেও দেশের ভিতরে তেমন কোন সংকট সৃষ্টি হয়নি। করোনা আমাদেরকে মানুষের প্রতি মানুষের আরো বেশি সহানুভূতিশীল হতে শিক্ষা দিয়েছে। আমরা যদি জনগণকে আমাদের প্রতিশ্রুত সেবা দিতে পারি, তাহলেই আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post