আজ থেকে চালু হলো চট্টগ্রাম-মাস্কাট রুটে ইউএস-বাংলার ফ্লাইট, টিকিটের আকাশচুম্বী মূল্য নিয়ে যাত্রীদের ক্ষোভ
মহামারী করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধের পর অবশেষে আজথেকে চট্টগ্রাম-মাস্কাট-চট্টগ্রাম রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ বুধবার রাত সাড়ে ৮টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের মাস্কাটের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছেড়ে গেছে। ফ্লাইটটি মাস্কাটে অবতরণ করবে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায়। ফের বৃহস্পতিবার মাস্কাট থেকে স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় উড্ডয়ন করে সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে অবতরণ করার কথা রয়েছে।
আরো পড়ুনঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার ওমান
এ ছাড়াও প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাস্কাটে দুটি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মাস্কাট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, দোহায় ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশ থেকে ওমানে নিয়মিত ফ্লাইট পরিচালনা করলেও টিকিট মূল্য আকাশচুম্বী হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ওমান প্রবাসীরা। বর্তমানে ৩ থেকে চার গুন বেশি ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগ ওমান প্রবাসীদের। সেইসাথে করোনার পূর্বে রিটার্ন টিকিট নিয়ে আসা প্রবাসীদের টিকিট পুনরায় টিকিট ইস্যু করার ক্ষেত্রে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে এমন অভিযোগও দেন ওমান প্রবাসীরা।
আরো দেখুনঃ ওমান প্রবাসীদের গুরুত্বপূর্ণ সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post