শেষ FIFA বিশ্বকাপে জিতেছে আর্জেন্তিনা। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে দীর্ঘদিনের বিশ্বকাপের খরা কাটিয়েছে তারা। শুরুটা খারাপ করলেও পরে তারা দুর্দান্ত প্রত্যাবর্তন করে ও বিশ্বকাপ জেতে। এবার বিশ্বকাপ জয়ের এই ধারাটাকে বজায় রাখতে পারল না আর্জেন্তিনা। FIFA বিচ ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্তিনা।
১৫ ফেব্রুয়ারি থেকে দুবাইতে শুরু হয়েছে এবার বিচ ফুটবল। বিশ্বকাপের গ্রুপ B-তে রয়েছে এবার আর্জেন্তিনা। কিন্তু তারা গ্রুপস্তর থেকেই ছিটকে গেল। গ্রুপস্তর থেকে তারা পরের রাউন্ডে প্রবেশ করতে পারল না। গ্রুপস্তরের প্রথম দুটো ম্য়াচ তারা বড় ব্যবধানে পরাস্ত হয়। এরপর তাদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। ফলে শেষ ম্যাচটার আর কোনও গুরুত্ব ছিল না। গ্রুপস্তরে মোট তিনটে ম্যাচের মধ্যে মাত্র একটাতে জেতে আর্জেন্তিনা। শেষ ম্যাচে তারা স্পেনকে ৫-৪ গোলে হারায়।
বিচ ফুটবলে নিজেদের প্রথম ম্য়াচে আর্জেন্তিনা তাহিতির কাছে ৪-৩ গোলে হেরে যায়। দ্বিতীয় ম্যাচ তারা হেরে যায় ইরানের কাছে। গ্রুপস্তর থেকে পরের রাউন্ডে যেতে গেলে আর্জেন্তিনাকে অন্তত দুটো ম্যাচ জিততেই হত। ইরানের কাছে হারের পর বোঝা গিয়েছিল আর্জেন্তিনার গ্রুপস্তর থেকে ছিটকে যাচ্ছে, ফলে শেষ ম্যাচটা ছিল নিয়মরক্ষার। শেষ ম্য়াচটা তাই জিতলেও সেভাবে কাজে দেয়নি তাদের।
নিয়মরক্ষার ম্যাচে ১৪ মিনিটে প্রথম গোল পায় আর্জেন্তিনা। পেনাল্টি থেকে তারা প্রথম গোলটা পায়। এরপর তারা ফের একটি গোল করে। পরপর দুটো গোল খাওয়ার পর স্পেন প্রত্য়াবর্তন করে। দ্বিতীয় গোল খাওয়ার চার মিনিটের মধ্যে ব্যবধান কমায় তারা। ম্য়াচের ২৯ মিনিটে আর্জেন্তিনা তাদের তৃতীয় গোলটা করে। তবে এবারও তারা লিড ধরে রাখতে পারেনি। গোল পাল্টা গোলের পর শেষ হাসি হাসে আর্জেন্তিনা। তবে গ্রুপ B-থেকে আর্জেন্তিনা বাদেও বাদ পড়েছে স্পেন। পরের রাউন্ডে গিয়েছে তাহিদি ও ইরান।
আর্জেন্তিনার হয়ে গোল করেন হোলমেদিলা, রটারশেমডিটে পনজেট্টি, পোমা ও মেদেরা।
২০০৫ সাল থেকে চলছে বিচ ফুটবল। সমুদ্র সৈকতে এটা খেলা হয়। ফলে সব দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে না। কারণ সব দেশে বিচ নেই, তাই তাদের পক্ষে এই ধরনের ফুটবল খেলা সম্ভব নয়। এবার বিশ্বকাপ আয়োজন করছে দুবাই আর অংশ নিয়েছে ১৬টি দল। গ্রুপ A থেকে কোয়ালিফাই করেছে ইতালি ও সংযুক্ত আরব আমিরশাহী। গ্রুপ C ও D থেকে এখনও কোনও দল চূড়ান্ত হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post