ওমানে লকডাউনের সময়ও মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যাহত থাকবে বিমান চলাচল। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওমান বিমানবন্দর। বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা লকডাউনের সময়গুলিতে যাতায়াত করবেন তাদের আইনের লঙ্ঘন এড়াতে সেই দিনের টিকিটের একটি মুদ্রিত অনুলিপি বহন করতে হবে। তা না হলে আইন ভঙ্গের দায়ে তাকে কঠোর শাস্তি পেতে হবে।
এদিকে সোমবার (১২-অক্টোবর) এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, ওমানে সকল ধরণের পারিবারিক ও সামাজিক জমায়েত রোধ করতে দিনব্যাপী পুলিশের টহল জোরদার করেছে। আরওপি জানিয়েছে যে, লকডাউন চলাকালীন সাধারণ পরিষেবাগুলি তেমন প্রভাবিত হবে না।প্রতিটি ট্রাক চালকদের সাথে একজন সহযোগী থাকার অনুমতি দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
একইভাবে, বিমান যাত্রীরা তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে অথবা বিমানবন্দরে তাদেরকে রিসিভ করতে একজন সহকর্মী/ড্রাইভার আসার অনুমতি পাবে। চেক পয়েন্টে প্রমাণ হিসাবে ভ্রমণের টিকিটের একটি অনুলিপি উপস্থাপন করতে হবে। সমুদ্র সৈকত বন্ধের পাশাপাশি লকডাউন সময়কালে ওমানের প্রতিটি বিভাগের মধ্যে মানুষের চলাচল রোধ করতে বিভিন্ন স্থানে কঠোর চেক পয়েন্ট বসিয়েছে বলে জানিয়েছে আরওপি।
আরো দেখুনঃ ওমান প্রবাসীদের গুরুত্বপূর্ণ সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post