মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশে এসে আটকে পড়া ওমান প্রবাসীরা চারটি শর্ত পূরণ সাপেক্ষে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়াই ওমানে ফেরত যেতে পারবেন। ৪ টি শর্তের মধ্যে রয়েছে, ওমানের বৈধ রেসিডেন্স আইডি এবং বৈধ পাসপোর্ট থাকতে হবে। ওমানে যাওয়ার পরে কোভিড-১৯ (পিসিআর টেস্ট) পরীক্ষা করাতে হবে এবং বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন থাকতে হবে।
গত ২৭ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়র পৃথক দু’টি চিঠির বরাত দিয়ে আজ সোমবার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক (কর্মসংস্থান) মো. মিজানুর রহমান অপর এক চিঠিতে ওমানগামী প্রবাসী কর্মীদের ব্যাপক প্রচারণার জন্য জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস, টিটিসি/আইএনটি সমূহ এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে নির্দেশনা প্রদান এবং বিএমইটির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
এদিকে ওমান যেতে এনওসি না লাগলেও ই ভিসা জটিলতায় বহু প্রবাসী বাংলাদেশী। দীর্ঘদিন আরবাব/স্পন্সরের সাথে যোগাযোগ না থাকায় এখন অনেক স্পন্সরই ই ভিসা করে দিচ্ছেন না তাদের শ্রমিকদের এমন অভিযোগ অসংখ্য ওমান প্রবাসীদের। দীর্ঘদিন দেশে আটকে থাকার কারনে অনেকেরই ভিসার মেয়াদ শেষ। সুতরাং এমতাবস্থায় ই ভিসা না পেলে বহু ওমান প্রবাসীর পুনরায় ওমান যাওয়া ঝুঁকির মধ্যে পরে যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post