বিমানবন্দরগুলোতে পৌঁছে ব্যাগের জন্য আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না যাত্রীদের। বিমান অবতরণের ৩০ মিনিটের মধ্যে ব্যাগ হাতে পাবে যাত্রীরা। ভারতের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো (বিসিএএস) রবিবার এমনটাই জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আনন্দবাজার পত্রিকা বলেছে, বিসিএএস এ বিষয়ে দুই দিন আগে দেশের বিমান পরিবহন সংস্থাগুলোকে নির্দেশও পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, বিমান অবতরণের আধাঘণ্টার মধ্যে সব ব্যাগ যেন বিমানবন্দরের কনভেয়ার বেল্টে পৌঁছয়। কোনোভাবেই তার থেকে বেশি সময় যেন না লাগে। আগামী ১০ দিনের মধ্যে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এয়ারলাইনগুলোকে।
গণমাধ্যমটি আরো অবতরণের পর বিমান থেকে যাত্রীদের ব্যাগসহ সব জিনিসপত্র বিমানবন্দরের বেল্টে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিজেদের ব্যাগ সংগ্রহ করতে হয় যাত্রীদের। কিন্তু বিমান থেকে বেল্ট পর্যন্ত যাত্রীদের ব্যাগ আসতে অনেকটা সময় লেগে যায়। কখনো কখনো কয়েক ঘণ্টা পর্যন্ত লেগে যায়।
ফলে হয়রানির শিকার হয় যাত্রীরা। সম্প্রতি বিষয়টির ওপর নজরদারি চালায় ভারতের কেন্দ্রীয় সরকার। বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য শিন্ডের নির্দেশে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে নজরদারি চালায় বিসিএএস। দেখা হয় কেন যাত্রীদের জিনিসপত্র আসতে দেরি হয়? এরপর বিষয়টিতে গতি আনতে সপ্তাহের নির্দিষ্ট দিনে একটি মহড়া চালায় তারা। এরপর গত শুক্রবার বিমান সংস্থাগুলোর জন্য নির্দেশ জারি করে বিসিএএস।
নির্দেশে বলা হয়েছে, বিমানযাত্রার মান উন্নত করতে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। বিমানের ইঞ্জিন বন্ধের ১০ মিনিটের মধ্যে প্রথম ব্যাগটি বেল্টে এসে পৌঁছনো দরকার। ৩০ মিনিটের মধ্যে আসা দরকার শেষ ব্যাগটিও। এটি নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এয়ারলাইনগুলোকে। দেশের প্রধান সাতটি বিমান পরিবহন সংস্থাকে এই নির্দেশিকা পাঠিয়েছে বিসিএএস। এই তালিকায় রয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাশা এয়ার, স্পাইসজেট, ভিস্তারা, এআইএক্স কানেক্ট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মতো সংস্থাগুলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post