শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালাকচতুর দুই যাত্রীর কাছ থেকে ৪৯০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে সতর্ক কাস্টমস কর্মকর্তারা। তবে হতাশাজনকভাবে, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯৫২০ ফ্লাইট থেকে এসব আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বিজন তালুকদার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে ৪৯০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এগুলো লাগেজ আকারে আসে। তবে লাগেজের কোনো মালিক পাওয়া যায়নি। জব্দ সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post