উচ্চশিক্ষার জন্য ভারতে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেশটির সরকারের রয়েছে একাধিক শিক্ষাবৃত্তি। সর্ম্পূর্ণ বিনামূল্যে পড়ালেখার পাশাপাশি একাধিক সুযোগ-সুবিধা রয়েছে এসব বৃত্তির।
ইতোমধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এরকম কয়েকটি বৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। এর মধ্যে রয়েছে সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ এবং লতা মঙ্গেশকর নৃত্য ও সঙ্গীত স্কলারশিপ। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল (আইসিসিআর) এর আওতায় এ দুটি বৃত্তি দেওয়া হবে।
এ বৃত্তির আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতীয় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি স্তরে বিভিন্ন কোর্সে পড়ালেখা করতে পারবেন।
আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিতও জানা যাবে এই ওয়েবসাইটে।
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post