চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা একটি ফ্লাইট থেকে ৬৪টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে বারগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন।
তিনি বলেন, ওমান এয়ারের ফ্লাইটটি রাত ৮টায় শাহ আমানতে অবতরণ করে। ঐ ফ্লাইটে সোনার চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়।
এ সময় একটি আসনের নিচ থেকে ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন সাড়ে সাতকেজি। তবে আসনটিতে কেউ ছিলেন না।
এ বিষয়ে তিনি আরো বলেন, এক যাত্রীর বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post