সৌদি আরবের রিয়াদে বহুতল ভবন নির্মাণে পাহাড় কেটে কাজ করার সময় মাটির নিচে চাপা পড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবে রিয়াদে বলিবার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে নাছির উদ্দিন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া।
নিহত নাছির উদ্দিনের বাবা ফরিদ উদ্দিন ও সুন্দাউরা গ্রামের বিলাল উদ্দিন জানান, রিয়াদের ওই সাইটে কাজ করতে গিয়ে হঠাৎ তাদের ওপর মাটি ধসে পড়লে চাপা পড়েন নাছির উদ্দীন ও তেরা মিয়া। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।
আহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইরগাঁও গ্রামের রাজিব মিয়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post