কয়েকদিন বাদেই প্রবাসী যুবক আবদুল্লাহ ওয়াহিদের বাগদান অনুষ্ঠান, সে লক্ষ্যে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ভাগ্যের নির্মমতায় ওমানের প্রবল বৃষ্টিপাত আর ওয়াদির পানির স্রোত তার জীবনটাই ভাসিয়ে নিয়ে গেলো।
সোমবার সুর থেকে মাস্কাটে ফেরার সময় ইবরার একটি ওয়াদি পার হতে গেলে পানির তীব্র স্রোত ওয়াহিদদের গাড়ি ভাসিয়ে নেয়। এ ঘটনায় গাড়িতে থাকা তার সহকর্মী ওমানি নাগরিক বেঁচে ফিরতে সক্ষম হন।
ওয়াহিদের বাড়ি ভারতের কেরালা অঞ্চলের আলেপ্পি জেলায়। সেখানেই ১৬ ফেব্রুয়ারি তার বিয়ের অনুষ্ঠানের আয়োজন হবার কথা। তবে প্রবাসীর অপ্রত্যাশিত মৃত্যুর খবরে এখন পরিবারের সবাই যেন শোঁকে পাথর বনে গেছেন। ২৮ বছর বয়সী আবদুল্লাহ ওয়াহিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন।
সম্প্রতি ওমান যে স্মরণকালের ভয়াবহ বৃষ্টিপাত দেখেছে তার একটি বড় উদাহরণ হয়ে থাকলো প্রবাসীর এই মর্মান্তিক মৃত্যু। এই দুর্যোগে ওয়াহিদ ছাড়াও নারী ও শিশু মিলিয়ে আরও ৫ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে রুস্তাক প্রদেশের একটি ওয়াদির স্রোতে একসঙ্গে ৩ শিশু ভেসে যাওয়ার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। সবমিলিয়ে ওমানের এবারকার দুর্যোগ নাগরিক ও প্রবাসীদের মনে এক সত্যিকার বিষাদের দাগই রেখে গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post