লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ৯ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭ জনই বেসামরিক ব্যক্তি বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বুধবার এ হামলার ঘটনা ঘটেছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের ওপার থেকে ছোড়া রকেটে এক সেনার প্রাণ গেছে। গত অক্টোবর থেকে প্রায়ই লেবাননের শিয়াপন্থী সশন্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের বাহিনী একে অপরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর পর থেকে এক দিনে এত বেশিসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি।
লেবাননের নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নাবাতিয়েহ শহরের একটি আবাসিক ভবনে চালানো এ হামলায় এক পরিবারের চার সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী। নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন, ‘যে আবাসিক এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে, সেটির সঙ্গে হিজবুল্লাহর কোনো যোগসূত্র নেই।’
এর আগে লেবাননের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, ইসরায়েলের যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলীয় সাওয়ানেহতে একটি বাড়িতে হামলা চালায়। এতে এক পরিবারের তিনজনের প্রাণ গেছে। তাঁদের মধ্যে একজন নারী। অপর দুটি শিশু, তাদের বয়স যথাক্রমে ২ ও ১৩।
এনএনএ জানায়, ইসরায়েলি হামলার আরেক লক্ষ্যবস্তু ছিল আদশিত এলাকা। এ হামলায় একজন নিহত হয়েছেন। তিনি হিজবুল্লাহর সদস্য ছিলেন বলে সংগঠনটি জানিয়েছে। এ হামলায় আরও ১০ জন আহত হয়েছেন। হামলায় ভবনসহ আশপাশে থাকা সবকিছুই ধ্বংস হয়ে গেছে।
হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণাঞ্চলে চালানো ইসরায়েলের বিমান হামলায় তাদের আরেক যোদ্ধা নিহত হয়েছেন। তবে সংগঠনটির এ দাবি নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।
আর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, লেবাবনের ভূখণ্ড থেকে ছোড়া রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি ঘাঁটির একজন সার্জেন্ট (২০) নিহত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post