মাঝ আকাশে অসুস্থ এক প্রবাসীর জীবন রক্ষায় এগিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত দোসরা ফেব্রুয়ারি সৌদি থেকে দেশের উদ্দেশে বিমানে ওঠার পর অসুস্থ হয়ে পড়েন এক প্রবাসী যাত্রী। পরে জরুরি অবতরণ করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। রোববার ওই প্রবাসীকে স্বজনদের কাছে পৌঁছে দিয়েছে বিমান।
মঙ্গলবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রায় দুই বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান ঢাকার দোহারের বাসিন্দা আশিক মিয়া ওরফে খোকন। ফেব্রুয়ারির ২ তারিখে দেশের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করেন তিনি। বিমানটি উড্ডয়নের ১ ঘণ্টা পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খোকন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ ওমানের মাস্কাটে বিমানটির জরুরি অবতরণ করান।
প্রথমে খোকনকে বিমানবন্দরের ইমারজেন্সি ক্লিনিকে নেওয়া হয়। ব্রেন স্ট্রোক এবং অসুস্থতার গুরুত্ব বিবেচনায় এদিন রাতেই মাস্কাটের বিখ্যাত সরকারি খওলা হাসপাতালের নিউরোলজি বিভাগে স্থানান্তর করা হয়। এক সপ্তাহ পর্যন্ত তাকে আইসিউতে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেন চিকিৎসকরা। ১০ ফেব্রুয়ারি তাকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ঘটনার দিন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমান অফিসের কর্মকর্তাদের তত্ত্বাবধানে খোকনের ওমানের ভিসা করা এবং ৩টি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুস্থ হওয়ার পর ১১ ফেব্রুয়ারি খোকনকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চিকিৎসার সার্বিক খরচ বহনের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে বিমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post