আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেন, প্রশিক্ষিত জনশক্তি রপ্তানির মাধ্যমে আমিরাতের শ্রমবাজার ধরে রাখতে হবে। পাশাপাশি প্রবাসীদের সততা দিয়ে দেশের সুনাম অর্জন করতে হবে। সোমবার আমিরাতের আবুধাবিতে প্রবাসীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রশিক্ষিত জনশক্তি রপ্তানির মাধ্যমে আমিরাতের শ্রমবাজার ধরে রাখতে হবে। একসময় নিজেও প্রবাসী ছিলেন জানিয়ে প্রবাসীদের সব দাবি পূরণের পাশাপাশি মিশনগুলোতে সেবার মান আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
বাংলাদেশ দূতাবাস, আবুধাবির উদ্যোগে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।
এসময় রাষ্ট্রদূত বলেন, আমিরাতে দক্ষ জনশক্তির জন্য ভিসা উন্মুক্ত আছে। এজেন্সির জাল সনদের কারণে মাঝেমধ্যে ভিসা জটিলতা দেখালেও আমিরাত সরকার বাংলাদেশের ভিসা বন্ধ করেনি। এদিন অন্যান্যদের মধ্যে- দূতাবাস মিনিস্টার আব্দুল আউয়াল, মিশনের ডেপুটি চিফ মুহাম্মদ মিজানুর রহমান, প্রথম সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, বিমানের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোছান, কাউন্সেলর হাজারা সাব্বির হোছাইনসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post