ওমানে আগামী ১১ই অক্টোবর থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ৮ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কমিটি। আজ ওমান টিভির এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই সময় সকল দোকান ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।
সুপ্রিম কমিটি পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত সারা দিন সৈকত ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে যারা সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করছেন তাদের নাম পরিচয় পরবর্তী সময়ে বিশদ ঘোষণা করবে ও বিভিন্ন গণমাধ্যমে লঙ্ঘনকারীদের নাম এবং ছবি প্রকাশ করবে সুপ্রিম জানিয়েছে, দেশটির সকল নাগরিক যেনো সুপ্রিম কমিটির সকল সিদ্ধান্ত মেনে চলে।
এদিকে ওমান সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের দায়ে একাধিক প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ।
আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। পুলিশ জানিয়েছে, করোনা মোকাবেলা দেশটির সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করে একসাথে জমায়েত হওয়ার অভিযোগে একদল প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় সুপ্রিম কমিটির দেওয়া সিদ্ধান্ত লঙ্ঘন করায় উত্তর আল শারকিয়াহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা সবাই এশিয়ান নাগরিক বকে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”
ওমানের সবাইকে ভ্যাকসিন নিতে অনুরোধ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post