মালয়েশিয়ার ক্লাং প্রদেশে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় বিমানের ককপিট মাটিতে দুই মিটারের বেশি গর্ত তৈরি করে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কাপার, ক্লাং-এ বিধ্বস্ত বিমানের পাইলট এবং সহ-পাইলটের লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস বোম্বা কাজ করে।
কুয়ালালামপুর সেলাঙ্গর পুলিশ প্রধান হুসেইন ওমর খান বলেন, ‘তাদের লাশ বিকে ১৬০ গ্যাব্রিয়েলের ককপিটে পাওয়া গেছে, যেটি মাটিতে দুই মিটারের বেশি চাপা পড়ে ছিল। লাশগুলো ক্লাংয়ের টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে (এইচটিএআর) পাঠানো হয়েছে।
এর আগে, মালয়েশিয়ার সিভিল অ্যাভিয়েশন অথরিটি (CAAM) নিশ্চিত করেছে যে অ্যায়ার অ্যাডভেঞ্চার ফ্লাইং ক্লাব দ্বারা পরিচালিত একটি বিকে ১৬০ (BK160) গ্যাব্রিয়েল একটি বিনোদনমূলক ফ্লাইট দুপুর ১টা ২৮ মিনিটে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। তারপর ১টা ৩৫ মিনিটে অ্যায়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সর্বশেষ যোগাযোগ করেছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কোনো দুর্দশার কল আসেনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post