ভয়াবহ আবহাওয়া বিপর্যয়ে লণ্ডভণ্ড উপসাগরীয় দেশ ওমান। তীব্র শিলাবৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে ডুবে গেছে দেশটির ওয়াদি ও নিম্নাঞ্চলগুলো। তলিয়ে গেছে রাস্তাঘাট, পানি উঠেছে দোকান আর বাসাবাড়িতেও।
সোমবার (১২ ফেব্রুয়ারি) আল রুস্তাক প্রদেশের ওয়াদি বানিতে স্রোতে ভেসে যাওয়ার পর ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সবমিলিয়ে শিশু নারীসহ অন্তত ৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ইয়াংকুল প্রদেশের একটি ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে ৬ জন এবং ইব্রির অপর একটি ওয়াদি থেকে একই পরিবারের ৭ জনকে উদ্ধার করেছে সিভেল ডিফেন্সের রেস্কিউ টিম।
বন্যায় ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে বুরাইমি, সোহার এবং আল ইজকি অঞ্চলে। বজ্রবিদ্যুৎ আর বিরল শিলাবৃষ্টিতে কাবু হয়েছে মুসান্দাম, মাস্কাট, সাহাম, বাতিনাসহ ওমানের বেশিরভাগ অঞ্চল। ওয়াদিতে বেড়েছে পানি প্রবাহের চাপ, রাস্তাঘাট বণ্যায় তলিয়ে যাওয়ায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে।
লঘুচাপের প্রভাবে রোববার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ওমানের বাদল মুখর অবস্থা মঙ্গলবারও অব্যাহত ছিলো। এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশ’ পানিবন্দী বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। যদিও সময় বাড়ার সাথে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে।
এর আগে রোববার (১১ ফেব্রুয়ারি) থেকে ওমানজুড়ে ঝড় ও বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের তথ্যমতে, লঘুচাপের কারণে বুধবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত এই বৈরি আবহাওয়া স্থায়ী হবে। এসময় ঘর থেকে প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য নাগরিক ও প্রবাসীদের সতর্কতামূলক পরামর্শ দেয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post