বিমান দুর্ঘটনায় মেক্সিকোয় প্রাণ গেল একজনের। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি সমুদ্র সৈকতে হয় এ ঘটনা।
বলা হচ্ছে, একক ইঞ্জিনের বিমানটি একটি স্কাইডাইভিং কোম্পানির। বাকোচো বিচে জরুরি অবতরনের সময় প্লেনটি দুর্ঘটনার শিকার হয়। এতে সমুদ্র সৈকতের কাছে থাকা একটি কচ্ছপ সংরক্ষিত এলাকায় আছড়ে পরে বিমানটি। ঘটনাস্থলেই ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
আহতদের মাঝে ৪ জন কানাডার এবং একজন মেক্সিকোর নাগরিক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post