পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রালের পিকে-১ আসনে ঐতিহাসিক জয়লাভ করেছেন সুরিয়া বিবি। পিটিআই প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে তিনি এই আসন থেকে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) তথ্য অনুসারে, চিত্রালের পিকে-১ আসনে ১৮ হাজার ৯১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন পিটিআই সমর্থিত সুরিয়া বিবি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়ত উলামা ইসলামের (জেইউআইএফ) শাকিল আহমেদকে হারি দিয়েছেন তিনি।
দ্য ডনকে দেয়া এক সাক্ষাৎকারে সুরিয়া বিবি বলেন, পাকিস্তানের প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলে বিশেষ করে আমার নির্বাচনী এলাকা চিত্রালের নারীদের প্রান্তিক অবস্থার কারণেই আমি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার নির্বাচনী এলাকার বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার পর, আমি বুঝতে পেরেছি যে সমাজের উন্নয়নে নারীর ভূমিকাই কেবল যুগ যুগ ধরে অবহেলিত ও নিরুৎসাহিত হয়ে রয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি ফল পাওয়া যায়নি।
নির্বাচন কমিশেনের প্রকাশিত সবশেষ তথ্যানুসারে, ২৬৫টি আসনের মধ্যে মাত্র ৯৩টি আসনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ৩৬টি আসনে জয়লাভ করে এগিয়ে আছে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা। নওয়াজ শরিফের পিএমএল-এন পেয়েছে ৩১টি আসন। পিপিপি পেয়েছে ১৮টি, জেইউআই-এফ পেয়েছে মাত্র ১টি আর অন্যান্যরা পেয়েছে ৭টি আসন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post