দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার ২ লিবিয়া প্রবাসী দেশে ফেরার আকুতি জানিয়েছেন। প্রতারক চক্রের দ্বারে দ্বারে ঘুরে অবশেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন তাদের স্বজনরা।
জানা গেছে, কুড়িগ্রামেকুড়িগ্রামের উলিপুর উপজেলার আজিজার রহমান দীর্ঘদিন ধরে লিবিয়ায় আছেন। ছেলে লিবিয়া প্রবাসী হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আরেক ছেলে ময়নাল হককে সাথে নিয়ে বাবা আব্দুর রব একটি প্রতারক চক্র গড়ে তোলে। সাধারণ মানুষকে লিবিয়ায় গিয়ে মোটা অংকের বেতন পাওয়ার প্রলোভন দেখাতে থাকেন। এই প্রতারণার ফাঁদে পা দিয়ে একই এলাকার যুবক শাহীন বাবু ও রুবেল মিয়া বহু টাকা খরচ করে লিবিয়া যান।
লিবিয়ায় পৌঁছে দেখেন, কোনো কাজের ব্যবস্থা নেই। এক পর্যায়ে বাড়িতে প্রতারণার বিষয়টি জানিয়ে দেশে ফেরার আকুতি জানান ওই ২ প্রবাসী। সন্তানের দুরাবস্থা সইতে না পেরে গত রোববার উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছে তাদের পরিবার। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post