রোমাঞ্চর ম্যাচে ইরানকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কাতার। আগামী শনিবার ফাইনালে জর্ডানের মুখোমুখি হবে তারা। বুধবার (৭ ফেব্রুয়ারি) দোহায় আল থুমামা স্টেডিয়ামে খেলার ৮২মিনিটে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন আলমুইজ আলী।
এর আগে ম্যাচের চতুর্থ মিনিটেই সরদার আজমুনের গোলে এগিয়ে যায় ইরান। তবে ১৭তম মিনিটে জাসেম গাবেরের শট ইরানের সাঈদ এজাতোলাহির গায়ে লেগে জালে ঢুকলে দ্রুতই সমতায় ফেরে কাতার। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে টুর্নামেন্টে নিজের পঞ্চম গোল করে কাতারকে এগিয়ে নেন আকরাম আফিফ।
দ্বিতীয়ার্ধে অবশ্য আলীরেজা জাহানবখশের পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতায় ফেরে ইরান। ম্যাচের ৮২ মিনিটে জয়সূচক গোলটি করেন আলমুইজ।
খেলার যোগ করা সময়ে শোজায়ি খলিলজাদেহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরা আরও কঠিন হয়ে পড়ে ইরানের। শেষ মিনিটে অবশ্য দারুণ সুযোগ পেয়েছিল তারা, তবে জাহানবখশের শট পোস্টে লেগে ফিরে আসে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post