ইউরোপীয় ইউনিয়নের তিন দেশ থেকে ৫১ জন অবৈধ বাংলাদেশিকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ফ্রান্স, গ্রিস ও সাইপ্রাস থেকে ৫১ জন বাংলাদেশিকে নিয়ে ২৫ জানুয়ারি যাত্রা করা বিশেষ বিমানটি ২৬ জানুয়ারি ঢাকায় পৌঁছায়। অবৈধ প্রবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এটি করা হয়েছে। তাদের মধ্যে সবাই পুরুষ।
ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং ফরাসি সীমান্ত পুলিশের উপস্থিতিতে ৫১ বাংলাদেশির ‘ডিপোর্ট’ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফরাসি কর্তৃপক্ষের মতে, বহিষ্কার প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী প্রবাসীদের বহনকারী বিমানে একজন চিকিৎসক, একজন দোভাষী ও দুইজন মানবাধিকার পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
ফরাসি কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক বছরগুলোতে অবৈধদের ফেরত পাঠানো নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হয়েছে। দূতাবাস থেকে ইতোপূর্বে কনস্যুলার পাস নিতে জটিলতার মুখোমুখি হতে হতো। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এক্ষেত্রে বেশ পরিবর্তন এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post