দুই মধ্যপ্রাচ্য প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের হামলায় এক নারীসহ তিন জন আহত হন। এছাড়া ওই বাড়ি থেকে ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। সোমবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সৈয়দপুর কচুয়া গ্রামের সৌদি প্রবাসী শামীম ঘরামী ও কুয়েত প্রবাসী মশিউর রহমান ঘরামীর ঘরে ডাকাতির এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২-১৩ জনের মুখোশধারী এক দল ডাকাত জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময়ে ডাকাত দল বন্দুক ও পিস্তলসহ দেশীয় মুখে ঘরে থাকা লোকজনদের জিম্মি করে হাত পা বেধে এলোপাথারি মারধর করে। ডাকাতের মারধরে মনির হোসেন ঘরামী, সৌদি প্রবাসী শামীমের স্ত্রী নাছরিন বেগম ও বাবা মো. আবুল হোসেন ঘরামী আহত হন।
জানা গেছে, ডাকাতরা নগদ দুই লাখ তিন হাজার টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল সহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খরব পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
সবশেষ কাঁঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেছেন, ডাকাতির এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। আর জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post