স্ত্রীর লাঠির আঘাতে আবুল বাশার নামে এক ওমান প্রবাসী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী কোহিনুর বেগমসহ তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার মৃত হাবিব উল্যার ছেলে, তিনি ওমান ও সৌদিতে প্রবাস জীবন কাটিয়ে ফিরেছেন। আটক অন্যরা হলেন নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল বাশার দীর্ঘদিন সৌদি আরব ও ওমান প্রবাসী ছিলেন। ৬ বছর আগে তিনি বাড়িতে আসেন। বিদেশ থেকে আসার পর জানতে পারেন, প্রতিবেশী বিল্লাল হোসেন দিলুর সঙ্গে কোহিনুরের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তখন থেকেই স্ত্রী কোহিনুরের সঙ্গে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
ঘটনার সময় স্ত্রী কোহিনুর বাশারকে পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে আঘাত করলে বাশার অচেতন হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post