ইতালির ভিসা সংক্রান্ত হয়রানির অভিযোগ বাড়ছেই। কাগজপত্র ঠিক থাকার পরও ঢাকার ইতালির দূতাবাসের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে ভিসা বাতিল হলেও ইতালির আইনে আপিল করার সুযোগ আছে।
কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি ও পারিবারিক ভিসার জন্য প্রতিদিন শত শত মানুষ ঢাকার ইতালীয় দূতাবাসের ভিএফএস গ্লোবাল এজেন্সিতে ভিড় করেন। তবে আগে সবকিছু ঠিকঠাক থাকলেও ২০২৩ সালের আগস্ট মাস থেকে প্রতিদিনই বাংলাদেশিদের প্রায় ৯০ শতাংশ ভিসা রিফিউজ করছে দেশটি। এতে হয়রানি ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন আবেদনকারীরা।
সাধারণত প্রতিটি ভিসা রিফিউজ করার পর, ভিসা প্রার্থীদের হাতে ৬০ দিনের মধ্যে আপিল করার অনুমতিপত্র দেয়া হয়। এই সুযোগ কাজে লাগিয়ে কাগজপত্র ঠিকঠাক থাকলে, মালিকপক্ষ ইতালীয় আদালতে আপিল করতে পারেন। পরে ঢাকার ইতালির দূতাবাসকে ভিসা দেয়ার নির্দেশ দেয় আদালত। যদিও এতে দীর্ঘসূত্রিতার পাশাপাশি ভোগান্তি পোহাতে হয়।
ভিসার আবেদন বাতিল হলেও, সঠিক নিয়ম মেনে ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইতালির আদালতে আপিল করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। কিছুটা সময় ও অর্থ ব্যয় হলেও, এতে বাংলাদেশি আবেদনকারীদের ভিসা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post