ওমানে করোনা আক্রান্তের শীর্ষে রয়েছে দেশটির রাজধানী মাস্কাট ও আল বাতিনা অঞ্চল। ওমানের করোনাভাইরাস মনিটরিং অ্যাপ তারাসুদ প্লাসের পরিসংখ্যান অনুযায়ী ওমানের মোট করোনা রোগীর প্রায় ৭৭ শতাংশই রয়েছেন মাস্কাট, উত্তর বাতিন ও দক্ষিণ বাতিনাহ অঞ্চলে। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ এক হাজার ৮১৪ জন। এদের মধ্যে শুধুমাত্র মাস্কাটেই আক্রান্ত ৪৮,৯৯০ জন। যা মোট আক্রান্তের ৪৮.৩ শতাংশ।
অপরদিকে ওমানের উত্তর আল বাতিনায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬২০ বা ১৭.৩ শতাংশ, দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ২৬২ বা ১১.১ শতাংশ। ওমানে করোনায় আক্রান্ত এই তিনটি এলাকায় রোগী সংখ্যা প্রায় মোট করোনা আক্রান্ত রোগী ৭৬.৭ শতাংশ। দেশটিতে করোনায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯০ হাজার ৬০০ জন। যার মধ্যে মাস্কাটে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৫১০ বা ৪৯.২ শতাংশ। উত্তর আল বাতিনাতে ১৫ হাজার ৫৩৮ জন বা ১৯ শতাংশ। দক্ষিণ আল বাতিনাতে ১০ হাজার ১৩৬ জন বা ১১.২ শতাংশ।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
করোনা সংক্রমণ রোধে জন সমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করা, প্রত্যেকে কমপক্ষে দুই মিটার দূরত্ব বজায় রাখা, নিয়মিত পানি ও সাবান দিয়ে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার কর সহ দেশটিতে সচেতনতা বাড়াতে ও সংক্রমণের হার কমাতে সবাইকে বিভিন্ন পরামর্শ প্রদান করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইসাথে মুখ, নাক ও চোখ স্পর্শ না করা এবং প্রয়োজন ব্যতীত বাড়ি থেকে বের না হতে অনুরোধ জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওমানের সব সংবাদ দেখুন প্রবাস টাইম বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post