মহামারী করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন ওমানের মাস্কাট আন্তর্জাতিক এয়ারপোর্ট বন্ধ থাকলেও গত পহেলা অক্টোবর থেকে কিছুটা শিথিল করা হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। ফ্লাইট চলাচল স্বাভাবিক করার সপ্তাহ পার না হতেই এয়ারপোর্টে ধরা পরছে অবৈধ ওষুধের চালান। রবিবার (৪-অক্টোবর) মাস্কাট আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে এক এশিয়ান নাগরিককে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ সহ আটক করে ওমান কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত ব্যক্তির কাছথেকে প্রায় দুই হাজার ৮৬০ পিচ অবৈধ ট্যাবলেট উদ্ধার করে ওমান কাস্টমসের একটি দল।
তার ব্যক্তিগত লাগেজ থেকে এই ট্যাবলেট আটক করা হয়েছে বলে জানিয়েছে কাস্টম বিভাগ। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে পুনরায় ওমান যাওয়ার সময় অনেকেই না জেনে নানা ধরনের ওষুধ নিয়ে যায় ওমানে। পরবর্তীতে ওমানের এয়ারপোর্টে যেয়ে পুলিশের হাতে গ্রেফতার হন অনেক প্রবাসী। বাংলাদেশ থেকে ওমানে ওষুধ নেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেসক্রিপশন সত্বায়িত করে এরপর একজন প্রবাসী ওষুধ নিতে পারবেন বলে জানিয়েছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ ছাড়া কোনো ধরনের ওষুধ না নিতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন দেশটিতে বসবাসরত বিশিষ্ট প্রবাসীরা।
পিসিআর পরীক্ষায় আন্তর্জাতিক সংস্থার সাথে ওমানের চুক্তি
ওমানের বিমানবন্দরে যাত্রীদের প্রবেশ পথগুলোতে পিসিআর পরীক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তি করেছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওমান বিমানবন্দর। এই চুক্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক, আর্থিক ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং সাপ্লাই ইন্টারন্যাশনাল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
এই সময় উপস্থিত ছিলেন ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়, ওমান সিভিল এভিয়েশন ও আন্তর্জাতিক সংস্থার একাধিক কর্মকর্তা। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় তারাসুদ প্লাসে প্রবেশকারী যাত্রীদের নিবদ্ধকরণ পাশাপাশি ভ্রমণকারীদের ডিজিটাল ব্রেসলেট সরবরাহ করার জন্য মেডিকেল মুশরিফ কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। পিসিআর ফলাফলগুলি তৈরি করার জন্য মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মেডিকেল ল্যাব সরবরাহ করা হয়েছে। এছাড়াও সালালাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একটি ল্যাব সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওমানের সব সংবাদ দেখুন প্রবাস টাইম বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post