বিদেশে দক্ষ শ্রমিক পাঠিয়ে সুনাম অর্জন এবং রেমিট্যান্স বৃদ্ধির ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মিলনায়তনে সকল ডিইএমও এবং টিটিসিসমূহের প্রধানদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দক্ষ শ্রমিক ছাড়া বৈদেশিক মুদ্রা উপার্জনের সুযোগ নেই। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ পালনে ট্রেনিং সেন্টার এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন তার বক্তব্যে বলেন, শ্রম রপ্তানিতে চলমান পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। এ বছর ১৩ লাখ কর্মী বিদেশ গিয়েছেন, যার কেবল ২৫ শতাংশ দক্ষ। আগামীতে এ বিষয়ে আরও কাজ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post