রাত পোহালেই দুই ভাইয়ের বিয়ে। তাই রাতেই কর্মস্থল গাজীপুর থেকে রওনা দেয় বড় ভাই মনিরুল ইসলাম (মমিন)। আর এক ভাই সাইফুল ইসলাম (সুমন) দৌলতদিয়া ঘাটে মোটরসাইকেল নিয়ে ভাইয়ের অপেক্ষায় ছিলো।রাত ১২ টার কিছু সময় আগেই বড় ভাই আসলে তারা রওনা হয় বাড়ির উদ্দেশ্যে।
বুধবার (৩১ জানুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলকায় পৌছালে একটি মাটি বাহী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে। পরিবার সূত্রে জানা যায়,মঙ্গলবার রাতে তাদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। নিহতদের মেজভাইয়ের বিয়ে বৃহস্পতিবার এবং ছোটভাইয়ের বিয়ে শুক্রবার। দুই ভায়ের বিয়েতে যোগ দিতে তারা মোটরসাইকেল নিয়ে আসছিল। পথে ঘাতক ট্রাক দুই ভায়ের প্রাণ কেড়ে নেয়।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ও সংশ্লিষ্ট ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি কাজ চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post