কুয়েতের প্রয়াত আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবির আল-সাবাহের মৃত্যুতে শোক জানাতে এবং আমিরের পরিবারকে সমবেদনা প্রকাশ করতে কুয়েত সফর করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিকের স্ত্রী এবং তাঁর সহযোগী প্রতিনিধিরা। রবিবার এই তথ্য জানিয়েছে ওমান নিউজ এজেন্সি। সুলতানের স্ত্রী আমিরের মৃত্যুতে কুয়েতের সাধারণ জনগণকে র্ধয্য ধারণ করার আহ্বান জানিয়েছেন।
ওমানে উদ্বেগজনকহারে বাড়ছে করোনায় মৃত
ওমানে উদ্বেগজনকহারে বাড়ছে করোনায় মৃত। দেশটিতে গত ৬ দিনে নতুন মৃত্যুর সংখ্যা ৪২ জন। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশটিতে সম্প্রতি এই ভাইরাসের সংক্রমণের মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের চালু করা করোনাভাইরাস মনিটরিং অ্যাপ্লিকেশন তারাসুদের পরিসংখ্যানে দেখা গেছে যে বর্তমানে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৯৭৭ জন। গত মাসে করোনায় মৃত্যুর সংখ্যা ছিলো ৯৩৫ জন।
ওমানের সোহার হাসপাতালে নতুন ওয়ার্ক সিস্টেমের ঘোষণা
মহামারী করোনায় অনেককিছুই বদলে দিয়েছে। কাজের ধরণ, ব্যবসা বাণিজ্য এখন আর আগের মতো নেই। সবকিছুতেই কিছুটা পরিবর্তন এনে দিয়েছে এই মহামারী করোনা। এখনথেকে সামাজিক দূরত্বের নিয়ম মেনে ওমানের সোহার হাসপাতাল গুলোতে নতুন ওয়ার্ক সিস্টেম চালু করার ঘোষণা দিয়েছে দেশটির উত্তর আল বাতিনা স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর। নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে অ্যাপয়েন্টমেন্টের নির্দিষ্ট সময়ের অধাঘন্টা পূর্বে রেকর্ড অফিসারের সাথে যোগাযোগ করবে রোগী। সেইসাথে যারা সময় মেনে চলতে পারেননা, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট না করার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ওমানের বিশেষায়িত ক্লিনিকের নিরাপত্তা রক্ষায় ও সামাজিক দূরত্বের নিয়ম মেনে সোহার হাসপাতালের বিশেষায়িতদের নিয়োগের জন্য নতুন ওয়ার্ক সিস্টেম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ থেকে শুরু হবে এই নতুন সিস্টেম। এই সিস্টেমটি প্রথমে আংশিকভাবে সোহার হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে এটি পুরো দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আন্তর্জাতিক ফটোগ্রাফার পুরস্কার পেলো ওমানের ইয়ারুবি
বিশ্বের ৯০ টিরও বেশি দেশ থেকে আগত প্রায় ২০০০ জন ফটোগ্রাফারের মধ্যে শীর্ষ দশে অবস্থান করে আন্তর্জাতিক ফটোগ্রাফার পুরস্কার পেলো ওমানের ইয়ারুবি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফটোগ্রাফি আর্ট (এফআইএপি) আয়োজিত একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় শীর্ষ দশে স্থান করে নিয়েছেন ওমানের ফটোগ্রাফার মারওয়া আল ইয়ারুবি।
এফআইএপি আয়োজিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতার নাম ছিলো ‘স্ট্রেই হোম’। এই প্রতিযোগিতায় শীর্ষ দশে অবস্থান করছেন তিনি। তিনি এই প্রতিযোগিতায় ওমানির ফটোগ্রাফারদের একটি গ্রুপের সাথে অংশ নিয়েছিল। প্রতিযোগিতায় আল ইয়ারুবি একটি দর্শনীয় কাজে অংশ নিয়েছিল।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
প্রতিযোগিতার মূল বিষয় ছিলো করোনা মহামারী প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের গুরুত্বকে প্রকাশ করা। ইয়ারুবি তার ছবির মাধ্যমে করোনার বর্তমান পরিস্থিতি ও ভাইরাস প্রতিরোধের জন্য বর্তমান সময়ে মাস্ক পরার আহ্বান জানিয়ে জনগণকে মাস্ক পরতে আগ্রহী করে তোলার বিষয়টি তার ছবিতে তুলে ধরেছিলেন। আলো- ছায়ার মাধ্যমে তিনি তার ছবিটি তুলেন। শনিবার সন্ধ্যায় এফআইএপি-র আয়োজিত একটি অনলাইন অনুষ্ঠানে ফটোগ্রাফার মারওয়া আল ইয়ারুবিকে সম্মানিত করা হয়।
আরো দেখুনঃ ওমানের অসাধু চক্রের মুল হোতা শনাক্ত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post