ওমান ভ্রমণকারীদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করেছে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়, এখন থেকে ওমানে আগত সকল যাত্রীদের বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করা হবে। সেইসাথে ওমান প্রবেশের পূর্বে সকলকে পিসিআর পরীক্ষার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করত হবে। বুকিংয়ের জন্য Covid19.moh.gov.om/#/traveler-reg এই লিংকে প্রবেশ করতে হবে।
এ ছাড়া যাত্রীদের বিমানবন্দরে যানজট এড়াতে অবশ্যই তারাসুদ অ্যাপ + ও এইচএমশিফ অ্যাপটি ডাউনলোড করতে হবে। উল্লেখ্যঃ পূর্বে শুধুমাত্র তারাসুদ প্লাস অ্যাপ ডাউনলোডের কথা থাকলেও বর্তমানে দুইটি অ্যাপ ডাউনলোড থাকতে হবে মোবাইলে।
অ্যাপ দুইটি ডাউনলোড লিংক নিম্নে দেওয়া হইলোঃ
১, তারাসুদ প্লাস অ্যাপ-
২, এইচএমশিফ অ্যাপ- https://play.google.com/store/apps/details?id=om.gov.moh.tarassudapplication
নিউজ- ২
ওমানের উত্তর আল শারকিয়াহ অঞ্চল থেকে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত ব্যাক্তিকে উদ্ধার
ওমানের আল শারিকিয়াহ প্রদেশের ওয়াদি বানী খালিদ পাহাড়ি এলাকায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছে দেশটির সিভিল ডিফেন্স এন্ড অ্যাম্বুলেন্স বিভাগের উদ্ধারকারী দল। শনিবার পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (প্যাকডা) এই তথ্য জানিয়েছে। অত্র অঞ্চলের সিভিল ডিফেন্স এন্ড অ্যাম্বুলেন্স বিভাগের উদ্ধারকারী দল ওয়াদি বানির পাহাড়ী অঞ্চলে পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ এভিয়েশন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে বলে জানিয়েছে প্যাকডা।
আরো দেখুনঃ ওমানের অসাধু চক্রের মুল হোতা শনাক্ত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post