দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করা এক বীর মুক্তিযোদ্ধা ১০৩ বছর বয়সে আবারও বিয়ে করলেন। যাকে তিনি বিয়ে করেছেন সেই নারীর বয়স তার বয়সের চেয়ে অর্ধেকেরও কম। এই ঘটনা ভারতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে দেশটিতে কয়েকদিন ধরে বেশ মাতামাতি চলছে। সোমবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ভোপালে— হাবিব নাজার নামের ১০৩ বছর বয়সী মুক্তিযোদ্ধা ফিরোজ জাহান নামের ৪৯ বছর বয়সী এক নারীকে গত বছর বিয়ে করেন। কিন্তু বিষয়টি সামনে এসেছে এ বছরের জানুয়ারিতে— যখন বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এটি হাবিব নাজারের তৃতীয় বিয়ে। দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হলে তৃতীয়বারের মতো বিয়ে করেন তিনি। হাবিব জানিয়েছেন, আগের স্ত্রীর মৃত্যুর পর তিনি একাকিত্ব বোধ করছিলেন; এ কারণে তৃতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন।
ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নিজের নববধূকে নিয়ে বাড়ি ফিরেছেন তিনি। ভিডিওতে হাবিবকে বলতে শোনা যায়, ‘আমার কোনো কিছুর অভাব নেই। আমি শুধুমাত্র একাকিত্ব অনুভব করি।’ হাবিব নাজারের প্রথম বিয়েটি হয়েছিল মহারাষ্ট্রের নাসিকে। দ্বিতীয় বিয়েটি তিনি করেছিলে উত্তর প্রদেশের লখনৌতে।
৪৯ বছর বয়সী নববধূ ফিরোজ জাহানেরও এটি দ্বিতীয় বিয়ে। স্বামী মারা যাওয়ার পর তিনিও একাকি জীবন-যাপন করছিলেন। তিনি ১০৩ বছর বয়সী মুক্তিযোদ্ধাকে বিয়ে করতে সম্মত হয়েছেন— কারণ তাকে দেখাশুনার জন্য কেউ নেই।
সাংবাদিকদের শতবর্ষী বৃদ্ধ হাবিব নাজার বলেছেন, “আমার বয়স ১০৩ বছর। আর আমার স্ত্রীর বয়স ৪৯। আমি প্রথম বিয়ে করি নাসিকে। সে মারা যাওয়ার পর আমি লখনৌতে যাই পুনরায় বিয়ে করতে। আমার দ্বিতীয় স্ত্রীও অন্য পৃথিবীতে (মৃত্যু) চলে গেছেন। আমি একাকিত্ব বোধ করছিলাম। এ কারণে আবারও বিয়ে করেছি।”
ফিরোজ জাহান জানিয়েছেন, ১০৩ বছর বয়সী বৃদ্ধাকে বিয়ে করতে কেউ তাকে চাপ দেয়নি। “আমার স্বামী খুবই ভালো আছে এবং তার কোনো শারীরিক সমস্যা নেই।” বলেন ফিরোজ জাহান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post