ওমানের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ কুয়েতের আমীর শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ’র মৃত্যুতে শ্রদ্ধা জানাতে কুয়েত গেলেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক ও তার মন্ত্রীপরিষদ। বৃহস্পতিবার সুলতানের বিশেষ বিমানে করে ওমানের মন্ত্রপরিসদের সদস্য সহ কুয়েত যান সুলতান। এ সময় সুলতান দেশটির প্রয়াত আমিরের প্রতি শ্রদ্ধা জানান এবং নতুন আমীরকে স্বাগত জানান। সুলতান কুয়েতের নতুন আমিরের সাথে বৈঠক করে একইদিন ওমানে চলে আসেন। গত মঙ্গলবার কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ ৯১ বছর বয়সে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোঁক ঘোষণা করে ওমান। দেশটিতে নতুন আমীর হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন প্রয়াত আমিরের সৎ ভাই ক্রাউন প্রিন্স শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ। পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্র কুয়েতের সংবিধান অনুযায়ী আমিরের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে যুবরাজ সরাসরি আমির হন। পার্লামেন্টে শপথ গ্রহণের পর তিনি আনুষ্ঠানিকভাবে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হন। গতকাল স্থানীয় সময় বেলা ১১টায় পার্লামেন্টে নতুন আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।
আরো পড়ুনঃ ওমানে বিমানের টিকিট কালোবাজারি শনাক্ত
২০০৬ সালে কুয়েতের তৎকালীন আমির শেখ সাদ আল-আবদুল্লাহর পদত্যাগের পর জানুয়ারিতে ক্ষমতায় এসেছিলেন শেখ সাবাহ। ১৪ বছর পর মৃত্যুর মধ্য দিয়ে তাঁর শাসনের অবসান হওয়ায় ৮৩ বছর বয়সী নাওয়াফ নতুন আমির হলেন। কুয়েত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের ভান্ডার এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদেশ। দেশটির ৪৮ লাখ জনসংখ্যার ৩৪ লাখই বিদেশি। ২৬০ বছর ধরে কুয়েত শাসন করছে সাবাহ পরিবার। দেশটির রাজনৈতিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেন আমির নিজেই। পার্লামেন্ট বাতিল কিংবা ভেঙে দিয়ে নির্বাচন ডাকার ক্ষমতাও তার হাতে।
এদিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গতকাল বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করার ঘোষণা দেয় মন্ত্রীপরিষদ বিভাগ। সরকারের ঘোষণা অনুযায়ী গতকাল (১ অক্টোবর) বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ছাড়া দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।
ওমান সুপ্রিম কমিটির নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post