সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিন পর বৃহস্পতিবার (১-অক্টবর) থেকে ওমানের সকল এয়ারপোর্টে সীমিত আকারে স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। দেশটির সুপ্রিম কমিটির নির্দেশনার ভিত্তিতে গতকাল সকাল থেকেই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে চলছে নির্ধারিত ফ্লাইট।
এখন থেকে স্থলপথে ভ্রমণকারীদের উদ্দেশ্যে নতুন নিয়ম জারী করেছে ওমান সুপ্রিম কমিটি। নতুন আইনে, ওমান থেকে স্থল পথে কোনো যাত্রী অন্যকোনো দেশে ভ্রমণ করলে সেই দেশে কমপক্ষে দুই সপ্তাহ অবস্থান করে তারপর দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ ওমানে বিমানের টিকিট কালোবাজারি শনাক্ত
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক নতুন নির্দেশিকাতে এই তথ্য জানানো হয়। নতুন এই ঘোষণা অনুযায়ী অসুস্থ ব্যক্তিদের এবং পার্শ্ববর্তী দেশগুলিতে বসবাস করছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে দৈনিক যাতায়াতের সুবিধার্থে নিজ নিজ পৌরসভা থেকে একটি প্রমাণপত্র নিয়ে আসতে হবে। দেশটির মুসান্দাম, বুরাইমি ও ধোফার এলাকার সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকদের জন্য এই প্রমাণপত্র বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post