বিশেষ কারণে আগামী ৪ অক্টোবর চট্টগ্রাম টু মাস্কাট সালাম এয়ারের ফ্লাইট পরিবর্তন করে ৫ অক্টোবর নতুন শিডিউল জারী করেছে সালাম এয়ার। এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৮-১০ মিনিটে ঢাকা টু মাস্কাট ফ্লাইটের ৫ জন যাত্রীকে ফেরত দিয়েছে ঢাকা ইমিগ্রেশন। এই ৫জনের কাছে কোভিড ইনস্যুরেন্স না থাকায় ইমিগ্রেশন থেকেই তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বলে জানাগেছে। অনেক ওমান প্রবাসী না জেনে কোভিড ইনস্যুরেন্স না করে অন্য ইনস্যুরেন্স করার কারণে সমস্যার মধ্যে পরতে হচ্ছে তাদের।
আরো পড়ুনঃ ওমানে বিমানের টিকিট কালোবাজারি শনাক্ত
ওমান প্রবাসীদের এক মাসের জন্য কোভিড ইনস্যুরেন্স দিচ্ছে ওমানের বাংলাদেশী মালিকানাধীন ট্রাভেল প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেল এজেন্ট। ওমান ইউনাইটেড ইনস্যুরেন্স থেকে অল্প মূল্যে এবং অল্প সময়ে কোভিড ইনস্যুরেন্স করে দিচ্ছে এই ট্রাভেল প্রতিষ্ঠান। এক মাসের এই ইনস্যুরেন্স থেকে একজন প্রবাসী সর্বোচ্চ ১৫ হাজার রিয়াল পর্যন্ত চিকিৎসা বাবদ খরচ পাবেন কোম্পানি থেকে এমনটি জানিয়েছেন আল সাফার ট্রাভেল এজেন্টের মালিক শেখ ফাহাদ। দেশ থেকে যেকোনো ওমান প্রবাসী চাইলেই মোবাইলের মাধ্যমে 91773085 এই নাম্বারে যোগাযোগ করে ইনস্যুরেন্স করতে পারবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post