স্বর্ণ হল একটি প্রাচীন ধাতু যা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ধাতুগুলির মধ্যে একটি। স্বর্ণের সৌন্দর্য ও উজ্জ্বলতা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে।
স্বর্ণ বাংলাদেশের সহ বিশ্বের মানুষের দৈনন্দিন জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এমন পরিস্থিতিতে সোনা ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে আপনার যে বিষয়গুলি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল, আমাদের বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করা হয় ডলার রেট ও বিশ্বের সার্বিক পরিস্থিতির উপর বিবেচনা করে। পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণ করে ‘বাংলাদেশ জুয়েলারি সমিতি’।
সারা বিশ্বে তথা বাংলাদেশেও সোনার দাম প্রতিনিয়তই উঠা-নামা করতে থাকে। চলুন জেনে নেওয়া যাক আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশের বাজারে বিভিন্ন মানের স্বর্ণের দাম।
স্বর্ণের প্রকারভেদ – দাম (১ ভরি)
২২ ক্যারেট – ১,১০,৬৯১ টাকা
২১ ক্যারেট – ১,০৫,৬৭৬ টাকা
১৮ ক্যারেট – ৯০,৫৭১ টাকা
সনাতন পদ্ধতিতে – ৭৫,৪৬৬ টাকা
বাংলাদেশে গ্রাম, আনা, তোলা প্রভৃতি একক দ্বারা স্বর্ণ পরিমাপ করা হয়ে থাকে ঠিক তেমনি স্বর্ণ পরিমাপের আরেক পদ্ধতির নাম হলো ভরি। ভরি সাধারণত ওজন পরিমাপের একক। দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যেমন দুবাই এ স্বর্ণ পরিমাপের জন্য ‘ভরি’ সাধারণত একক রূপে ব্যবহার করা হয়ে থাকে।
জেনে রাখা প্রয়োজন যে, ১ ভরি স্বর্ণ সর্বদা ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের সমান। অর্থাৎ ১ ভরি= ১১.৬৬৪ গ্রাম। এখন আপনি যদি প্রতি ১ ভরি স্বর্ণের দাম নির্ধারণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র প্রতি ১ গ্রাম স্বর্ণের দাম জেনে নিতে হবে তারপর ওই দামের সাথে ১১.৬৬৪ গুন করে দিলেই প্রতি ১ ভরি স্বর্ণের দাম কত চলছে তা সঠিক রুপে জানতে পারবেন।
১০০০ মিলিগ্রাম = ১ গ্রাম। এখন অর্থাৎ বর্তমানে বিদেশে বা আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ক্রয় করতে গেলে ভরি হিসেবে স্বর্ণ ক্রয় করা সম্ভব নয়। কারণ, বিদেশে স্বর্ণ বিক্রির একক হিসেবে ওজন পরিমাপের আন্তর্জাতিক একক “কিলোগ্রাম” বা “আউন্স” ব্যবহার করা হয়। কিলোগ্রামের ভগ্নাংশ হচ্ছে “গ্রাম”।
স্বর্ণ যেহেতু অনেক মূল্যবান, তাই সাধারণ মানুষ অত্যন্ত অল্প পরিমাণে এই ধাতু ক্রয় করে থাকে। তাই স্বর্ণের ওজন পরিমাপে গ্রাম বা আউন্স-ই বেশি ব্যবহার হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post