‘ভিআইপি’ চোর! একজন নয়, চল্লিশ জনের দল। তারা আবার থাকেন ঢাকার ফ্ল্যাটে। ঘুরেঘুরে চুরি করে যা আয় হয় তার পরিমাণও কম নয়। চোরাই মাল বিক্রি করে যে আয় হয় তা দিয়েই বিমানে চেপে গ্রামের বাড়িতে যায় তারা।
এই ভিআইপি চোরদের নেতা কক্সবাজারের চকরিয়ার মধ্যম কোনাখালীর নোমান। চোরাই মোবাইল ফোন বেচাকেনার জেরে এক কলেজছাত্র খুনের রহস্য ভেদ করতে গিয়ে পুলিশ খুঁজে পেয়েছে এই ‘ভিআইপি’ চোরের দলকে। গ্রেফতার করা হয়েছে নোমানসহ তিনজনকে। তারপরেই ওই চক্রের কথা জানতে পেরেছে বাংলাদেশের পুলিশ।
খুন কলেজ পড়ুয়া
কক্সবাজার সিটি কলেজের পড়ুয়া আসবাহুল ইসলাম জিহাদ তার মায়ের কাছে একটি দামী মোবাইল ফোনের বায়না করে। তারপরে নোমানের কাছে ৩০ হাজার টাকায় একটি ফোন কেনেন জিহাদ। তার কয়েকদিন পরেই পুলিশ জিহাদকে জানায়, সেটি চোরাই ফোন। এরপর তিনি ফোনটি পুলিশকে দিয়ে দেন। সেই সঙ্গে নোমানের কাছ টাকা ফেরত চান জিহাদ।
১০ হাজার দেওয়ার পরে গত ১ ডিসেম্বর বাকি টাকা দেওয়ার কথা বলে জিহাদকে ডাকে নোমান এবং তার সঙ্গীরা। ধারালো অস্ত্র এবং লোহার রড দিয়ে জিহাদকে মারা হয়। পরে জিহাদকে পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এই খুনের তদন্ত করতে গিয়েই ওই চোরচক্রের খোঁজ পায় পুলিশ।
সক্রিয় চোরচক্র
২০১৭ থেকে এই গ্রুপ স্বক্রিয়। একসময় তাদের দলনেতা ছিল রিদওয়ান। পরে ওই দলের নেতা হয় নোমান। এই চক্রের সদস্যরা বছর জুড়ে চারিদিকে ঘুরে ঢাকায় বাস করে। তারপর টার্গেট করে বাড়িতে হানা দেয় তারা।
ভোরের দিকে যখন অনেকে নামাজ পড়তে বের হন, তখন তারা কৌশলে বাড়িতে ঢুকে মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা, দামী জিনিস নিয়ে পালিয়ে যায়। মিশন শেষে চোরাই মালপত্র ক্যুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয় নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে। এরপর সেখানে তারা সেগুলি বিক্রি করে। এদিকে, ফোন ‘রিসেট’ এবং ‘আইএমইআই’ নম্বর কীভাবে বদল করতে হয় তাও দলের সদস্যদের শিখিয়ে দিত নোমান। ওই চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম জানতে পেরেছে পুলিশ।
এক জায়গায় বেশিদিন নয়
পুলিশ জানিয়েছে, বেশ কিছু চুরির ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়ার পর সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়। গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের ডিসি মানসকুমার পোদ্দার জানান, কক্সবাজারকেন্দ্রিক যে গ্রুপটির খোঁজ মিলেছে তারা এক জায়গায় বেশিদিন বাড়ি ভাড়া নিয়ে থাকে না। তাদের কাজ ছিল দামী ইলেকট্রনিকস জিনিসপত্র চুরি করা। এদের অধিকাংশের বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post