কুয়েতে বেড়েছে ভুয়া পুলিশের নামে প্রতারণার ঘটনা। সম্প্রতি ভুয়া পুলিশের খপ্পরে পড়ে ৩ হাজার দিনার বা ১২ লাখ টাকা হারিয়েছেন এক প্রবাসী। তার অ্যাকাউন্ট থেকে দুই দফায় প্রথমে ১ হাজার, তারপর আরও ২ হাজার দিনার কেটে নেওয়া হয়। টাকা হারিয়ে ভুক্তভোগী কুয়েতের ময়দান হাওয়াল্লী থানায় অভিযোগ করেন।
অভিযোগের প্রাথমিক তদন্তে দেখা যায়, টাকাগুলো একজন প্রবাসীর অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছিল। অথচ যার অ্যাকাউন্টে টাকা গেছে তিনি এই ঘটনার কিছুই জানেন না।
ভুক্তভোগী প্রবাসী বলছেন, তিনি পুলিশের ছদ্মবেশী একজনের কাছ থেকে একটি ফোনকল পেয়েছিলেন। তাকে তার অ্যাকাউন্টটি স্থগিত করার জন্য তার ওটিপি চেয়েছিল, বলা হয়েছিল কেউ তার অ্যাকাউন্ট জালিয়াতি করার চেষ্টা করেছে। পরে সেই প্রবাসী জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে ৩ হাজার দিনার উধাও হয়ে গেছে।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে দেখা যায়, এই পুরো টাকাটাই এক প্রবাসী বাংলাদেশির অ্যাকাউন্টে গেছে। কুয়েতের পাবলিক প্রসিকিউশনও জালিয়াতির মামলা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগেও বহুবার ছদ্মবেশী পুলিশের নামে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post